যদি মৃত রা একটা
মিছিল বের করে
রাস্তায় এসে উঠে,
কোন এক প্রখর দুপুরে।

হঠাৎ  ̄স্তব্ধতা ভেঙে
যদি বলে উঠে, কি অপরাধ
আমাদের ছিল?
কেন কেড়ে নিলে
আমাদের তাজা প্রাণ!
আমরা আজো জানলাম না।
এই পৃথিবীতে তোমরা তো আজো আছো
এখনো হাসছ, খেলছ, ঘুমচ্ছ।
আমরা কেন মৃত হলাম?
এত বড় এই পৃথিবী নামক গ্রহের
এক কোণে আমাদের একটু
ঠাঁই দিলে না কেন?
এটা তো আমাদেরও পৃথিবী ছিল,
কেবল তোমাদের না।
যেমন ছিল পিঁপড়া অথবা ব্যাঙের।

তোমাদের পাশাপাশি
জন্ম নেবার অপরাধে ই
কি আমরা আজ মৃত?
আমাদের অধিকারের কথা
সমস্বরে জানান দিয়ে ছিলাম বলেই
কি আমরা আজ মৃত?
নির্মমতার প্রতিবাদ করেছিলাম বলেই কি
আমরা আজ মৃত?

জেনে রেখো তোমরাও একদিন
আসবে আমাদের এই মৃত দেশে,
হয়তো মানুষ নয়  
মেরুদন্ডহীন কেঁচোর বেশে।