শোনো! এক দিন
আমি লাশ হবো
তুমিও হবে ক্ষয়,
শুধু জানা নেই  
কে আগে কে পরে
তবে হবো নিশ্চয়।

এই যে এত
বাড়াবাড়ি মারামারি
আমাতে তোমাতে  
স্বার্থের কাড়াকাড়ি,
কি হবে এসব করে?
সব কিছুই রবে পড়ে
শুধু আমরা দু জন
পাপড়ির মতো
অলক্ষ্যে যাবো ঝরে ।