অগণিত অচেনার ভিড়ে
আজো দৃষ্টি খুঁজে ফিরে
যদি একবার দেখি তোমায়,
জিজ্ঞাসিব-, "হে প্রিয়তমা!
তুমি কতটা ভুলেছ আমায়?"

এই ব্যস্ত নগর পাড়ে
লাখো ইট-দালানের ভিড়ে
তোমার প্রাসাদ প্রাচীর ঘিরে,
কল্পলোক-এ আমার ছবি
ভাসে কি আঁধার চিরে?

আমার প্রমত্তা নদীর তীরে
তোমার  ̄স্বপ্ন ডিঙা ভেড়ে
আমায় তুলে নিয়ে যায় ডেকে,
তোমার কূলে দু-পা বাড়াই
আমার এ-কূল থেকে।