কবিতা তুমি আমার অগণিত
এলোমেলো ভাবনার ছটা,
আহত হৃদয়ে রক্ত ধারার
গুটি কয়েক ফোঁটা।
তুমি আমার জীবনের ছবি
স্বপনের তুলিতে এঁকো,
হইও সময়ের দীর্ঘ উপাখ্যান
কালের সাক্ষী থেকো।
আমায় তোমার একটা কাব্যের
পংক্তিমালায় রেখো,
অমুদ্রিত এক আত্মজীবনীর
সারমর্ম হয়ে থেকো।
তুমি আমায় বাঁচিয়ে রেখো
পৃথিবীর চির প্রস্থানে,
জাগিয়ে রেখো স্মৃতির মশাল
লাখো কোটি সূধীজনে।
তুমি জানিয়ে দিও আমার
প্রেম বিরহের কাঁথা,
জীবনের সব ঘাতপ্রতিঘাত
অপ্রকাশিত যত ব্যথা।
তুমি হইও প্রাপ্তির সনদ
এই পরাজিত অধমের ,
লুকানো এক সোনালী ডায়েরী
হারানো সেই দিনের।
কালের কাছে সোপর্দ করলাম
হৃদয়ের ক্ষুদ্র প্রয়াস,
তুমি জানিয়ে দিও আমার
না বলা ইতিহাস।