কবি বলে বাউন্ডুলে ভাবে পাড়ার লোকেরা।
কেউ কেউ বলে, " কবিতা লিখে কি পাও?
কোনো চাকুরীর বিজ্ঞাপনে
কখনও তো দেখিনি কবি আবশ্যক।"
আরো কতো ঠাট্টা কতো মস্করা
মুচকি হাসি আর বিদ্রূপ ।
উত্তরে বলি
কবিতা আমাকে বাঁচতে শেখায়
কবিতা মৃত্যুর কথা জানান দেয়
কালের স্রোতে ভাসতে শেখায়
কবিতা দেয় অনুপ্রেরণা নতুন আগামী দেখায়
কবিতা শক্তি যোগায় প্রতিবাদে ফেটে পড়ার
কবিতা গড়ে ভীত এক নতুন পৃথিবী গড়ার
কবিতা প্রকৃতির অপার সৌন্দর্য অবলোকন করতে শেখায়
কাঁদতে শেখায়, হাসতে শেখায়
আশার আলো জ্বালতে শেখায়
কবিতা নিঃসঙ্গ তায় সঙ্গী হয়, নিঃশব্দে হয় শব্দ
মনের উঠোনে আলো ছড়ায় যখন ভাষারা স্তব্ধ
কবিতা হৃদয়ের কথা নীরবতায় কয় দিশা হীনতায় দিশা
আলোক দীপ্ত সমাজ গড়ে ঘুচিয়ে অমানিশা
কবিতা দেখায় মুক্তির আলো সাম্যের পথে চলা
কবিতা শেখায় হিংসা ভুলে ভালোবাসার কথা বলা
আর কবি ?
কবিরা মানুষ হয়, হয় মানবিক মননশীল তাদের হৃদয় ফুলের মতো
সামান্য আঘাতে হয় অনেক বেশি ক্ষত বিক্ষত
কবির প্রেমিক আত্মায় ভালোবাসার ধারা বহে অহর্নিশ
অন্যায়ের কাছে কবিরা কভু করে না কুর্নিশ
কবির কলম শানিত তরবারি,অক্ষর যেন মশাল
কবির কলম প্রেমের তুলি হৃদয় সাগর বিশাল।