তোর আর আমার মাঝে নেই কোনো রক্তের বন্ধন, নেই আত্মীয়তা
-তবে কি এটা? হয়তো সবাই বলবে বন্ধুত্ব।
আমার কাছে কেবল বন্ধুত্ব নয় এটা, এরচেয়ে অনেক বেশি,অন্যকিছু
যার নাম নেই,আগে কেউ কখনো দেখেনি এরকম কিছু হয়তো।
কোনো এক ক্ষণে অজানা কারণে
হৃদয় বেছে নিয়েছে এই সঙ্গ আপন করে জীবনের তরে ।
কয়েক যুগ পর হাজার মাইল দূর তবুও
অনুভবে এক অদ্ভুত টান আজও দুই মেরুর পরে।
আমরা বেসেছি ভালো নিঃশর্ত নিঃশেষ একে অপরে
প্রানভরে উপভোগ করেছি সান্নিধ্য পরস্পরে।
একসাথের প্রতিক্ষণ হয়েছে সুখময় স্মৃতি সৌরভ আজও গাঁথা আছে এই বুকে,
দৌড়ে ছুঁটেছি একে অপরের ভালোমন্দে,আনন্দে উৎসবে, ভাঙ্গনে বিপদে আর শোকে।
পরম বিশ্বাসে আষ্টেপৃষ্ঠে বেঁচেছি দুটি আত্মা দুটি হৃদয়ের তাপে,
কামনা করেছি একে অপরের মঙ্গল জীবনের ধাপে ধাপে ।
জীবনের ক্লান্তিতে খরায় খুঁজে পেয়েছি শীতল ছায়া,
পেয়েছি আশ্রয় প্রশ্রয় ভালোবাসা ভরা অফুরান মায়া।
শুধু বন্ধুত্বে কি এতো ভালোবাসা দেয়া যায় নেয়া যায় ?
এতটা বিশ্বাস করা যায়, আমি জানি না তায়।
একদিন স্বেচ্ছায় সব অধিকার নেই তুলে, বিনা চুক্তিতে হই চৌত্রিশ বছরের অচেনা
যেন এই পৃথিবীতে ছিলাম না আমরা কোনো কালে কারো চেনা।
যদি আর দেখা না হয়
আর বলা না হয়, "কিরে কেমন আছিস? সব ঠিক আছে তো ?"
যদি আর ভালোবাসি তোকে বলা না হয় ।
কি হবে বন্ধু সেদিন?