আমি অমাবস্যায়
আলো খুঁজি,
মরুতে খুঁজি ফুল।
আমি মৃত্যুর মাঝে
জীবন খুঁজি,
হারায়ে দুকুল।
আমি যন্ত্রণাতে
শান্তনা খুঁজি,
হতাশায় খুঁজি আশা।
আমি মিথ্যার ভিড়ে
সত্য খুঁজি
ঘৃণায় ভালোবাসা।