কাছাকাছি না এলে অতোটা ক্ষতি হতো না
যতোটা হল এ অবেলায়,

দূর হতে তুমি চাঁদের মতো ছড়াতে দ্যুতি,
আমি রইতাম মাটির ধূলায়।