কেমন হতো জীবন আমার যদি তুমি থাকতে পাশে,
হারানোতে সব ভুলেছি ভাবতে বড় ই অবাক লাগে।
তুমি ছাড়া বাঁচবো আমি দুঃস্বপ্নে ভাবিনি এমন,
তবুও দেখো আছি বেঁচে স্রোত হারা নদী যেমন।

আমি কেবল সামনে চলি সুখ খুঁজে নেই চলার পথে,
কেমন আছো পিছে তুমি আমায় ফেলে অন্য রথে।
কখনও কি জ্যোৎস্না রাতে ইচ্ছে হতো বাইরে যেতে,
তপ্ত রোদে ঘাম মুছিয়ে হাত বাড়িয়ে ছায়া দিতে।

কেমন করে ডাকতে তুমি ঘুমের ঘোরে থাকলে আমি,
কেমন করে মান ভাঙ্গাতে হলে আমি অভিমানী।
কি সান্ত্বনা দিতে তুমি হতাশা তে তলিয়ে গেলে,
কেমন হতো জীবন যাপন সুখ দুঃখ সব মিলিয়ে।

আমার স্বপ্ন রইল আমার তোমার স্বপ্ন তোমার সাথে,
কেমন হতো জীবন আমার থাকতে যদি দিনে রাতে।    
আচমকা এই মনের মাঝে প্রশ্ন কেন উঁকি মারে,
কেমন হতো জীবন আমার যদি তুমি থাকতে পাশে।