তোমার কাছে চাই না এখন বেশি কিছু ।
শুধু সময় করে জানতে চেয়ো কেমন আছি।
যেমন-ই থাকি বলবো আমি ভালো আছি।
তুমি যেদিন সরে গেছ অনেক দূরে
সেদিন থেকে একলা আমি আছি পড়ে।
তুমি ছাড়া কেমন করে ভালো থাকি।
তবুও সময় করে জানতে চেয়ো কেমন আছি।
যেমন-ই থাকি বলবো আমি ভালো আছি।
তোমার রাজ্যে চাইনি হতে সেনাপতি।
সামান্য এক প্রজা হলেও হতাম খুশি।
অভিমানে আজও ভাসে দুটি আঁখি।
শুধু সময় করে জানতে চেয়ো কেমন আছি।
যেমন-ই থাকি বলবো আমি ভালো আছি।
জানি তোমার ফিরে দেখার নেই অবসর।
চাই না কোনো ভালোবাসা যত্ন-আদর।
বলতে তোমায় হবে না আর ভালোবাসি।
শুধু সময় করে জানতে চেয়ো কেমন আছি।
যেমন-ই থাকি বলবো আমি ভালো আছি।