কত কিছুই করতে ইচ্ছে জাগে
যা কিছু পেয়েছি যেন তার সবই পুরনো লাগে।    
মনে হয় সব ভেঙে চুরমার করি
ছুড়ে ফেলি যত অর্জন আবর্জনার স্তূপে।
রিক্ত হস্তে ফিরে যাই ফেলে আশা দিনে
আমার শুরুর শেষ প্রান্তে ,
শুরু করি আবার শূন্য থেকে নিভৃতে একান্তে ।

ইচ্ছে জাগে নতুন করে সব গড়ি
আবার নতুন জীবনের তরে লড়ি।  
নতুন কৈশোরে হারাই  
নব যৌবনে পা বাড়াই
আবার নতুন প্রেমে পড়ি।
নতুন প্রতিবেশে বাঁচি
নতুন গগনের নীলে প্রাণ ভরে হাসি।  

ইচ্ছে জাগে গড়ি নতুন বন্ধুত্ব
হোকনা কিছু নতুন শত্রু ও তার সাথে।
না হয় রয়ে যাই বন্ধুহীন অথবা অজাতশত্রু
কি আসে যায় তাতে।

ইচ্ছে জাগে গায়ে মাখি নতুন রবির কিরণ  
মাতোয়ারা হই নতুন ফুলের সৌরভে।
পেতে চাই নতুন বইয়ের ঘ্রাণ
যাতে মিশে আছে শৈশবের অফুরন্ত প্রাণ।
ছুটতে চাই নতুন শিশির ভেজা দূর্বায়
ধান ফুল আর হলদে বরণ বাহারি সরিষায়।

চলতে চাই ধরে নতুন কালের সোপান
গাইতে চাই নতুন জীবনের জয়গান।
যেখানে নাই স্বপনের বিনাশ না পাওয়ার বেদনা
নাই হিংসা হানাহানি অযাচিত যাতনা।
যেখানে তুচ্ছ কারণে ভেঙে চুরমার হয় না হৃদয়
ভালোবাসা অনিঃশেষ নাই তার ক্ষয়।

বেশ হাঁপিয়ে উঠেছি এই চেনা মলিন পথে
এ পথে আর মন চলে না এগোতে
দমবন্ধ লাগে নিকষ কালো নিঝুম রাতে।

ইচ্ছে জাগে
পুরোনো সব মুছে যাক এক্দিন হঠাৎ করে,
জেগে উঠুক জীবন আবার নতুন করে।