একদিন সব ফিরে আসে!!
দুঃখরা হাসি হয়ে, বিরহরা খুশি হয়ে
বদলায় ক্ষণ, বদলায় আয়োজন।

দেহ বদলায় যৌবন থেকে বার্ধক্যে,
মন পড়ে রয় সেই দুরন্ত কৈশোরে।
বদলে যায় জীবনের টানাপোড়ন,
মিলে যায় যত অসম সমীকরণ।
থেমে যায় হৃদয়ের অতলে রক্তক্ষরণ,
হাজার বছরের ক্লান্ত পথিকের চরণ।  

দাগ ফেলে গেলো ঐ দূর অতীতের চাকা,
স্মৃতির অ্যালবাম ভারী ধুলোর স্তরে ঢাকা।
সময়ের স্রোত বহেনি জীবনের অনুকূলে,
নিয়তি তাই দিল ঠেলে দুজনে দুই কূলে।  

ভীরু যে তুমি পাওনি সাহস পা বাড়াতে,
ওই দূর অনিশ্চিত ভালোবাসা ভরা রথে।  
কে চায় কণ্টকাকীর্ণ পথে দুঃসময়ের সাথী হতে,
যতই থাকুক ভালোবাসা ছড়ানো সে পথে।

একদিন সব ফিরে আসে!!
খরার শেষে পিচঢালা পথে বৃষ্টির ফোটারা খেলা করে,
শীতের শেষে সবুজ পল্লবেরা ডালে ডালে এসে চড়ে।    
যে প্রতিজ্ঞা ভঙ্গ হলো অবহেলায় আর দ্বিধায়,
তার দীর্ঘশ্বাস আজও বয়ে যায় দূর পাহাড়ের চূড়ায়।

যে ভালোবাসা হারালো লোকলজ্জার ভয়ে বা লোভে,
ফিরে কি আর পাবে তারে শত চেষ্টায় অনুতাপে।    
যে স্বপ্ন হারালো কালের গর্ভে অন্ধকার অমানিশায়,
তারে পূরণের সুযোগ ফিরবে না এক জীবনের দায়।