যতই তাদের কাটবে গলা
উঠবে জেগে রক্ত ফুঁড়ে
ফেলবে ছুড়ে আস্তাকুড়ে
কথা কবে শুঁড় উচিয়ে
ধরবে যে গলা পেঁচিয়ে  
ইতিহাসে নাম রবে না।

তুমি এদের চিনো না ভাই
রেহাই দেয়নি দাদার কালেও
তুমিও তাই পার পাবে না
একটু খানি ছাড় পাবে না
ধ্বংস এরা আনবেই ডেকে
যদি একটু  চল বেঁকে।

দেখতে এদের বোকা লাগে?
একটা মরলে দশটা জাগে
টানলে পিছে বাড়ে আগে
জাত বোঝে না কুল বোঝে না
এরা কারোর মূল খুঁজে না
উপড়ে দেবে হেঁচকা টানে।

বাঁ হাতের কারবার বোঝে না
দল আর দরবার বোঝে না
টালবাহানা ছল বোঝে না
ধরলে এরা হাল ছাড়ে  না
দুই তাল আর লয় বোঝে না
নয় কে এরা ছয় বোঝে না।

এরা গুঁজামিল বোঝে না
তালকে এরা তিল বোঝে না
করলে তাড়া আর ছাড়ে না
চামচা চেলার ধার ধারে না
অন্যায়ের আপোষ বোঝে না
ঘাস আর পাপোশ বোঝে না।

সোজা পথে চলতে শেখ
অসংগতি কই খুঁজে দেখ
নইলে তোমার মান রবে না
শওকত আর শান রবে না।
এরা কারা? পাবো কোথায়?
আমজনতা- জুলুম যেথায়।