একলা আমি একলা তুমি
একলা জাগি একলা ঘুমি।
একলা ছুটি চলার পথে
একলা হাটি দিনে রাতে।
একলা ভাসাই জীবন তরী
একলা ভাটির টানে পড়ি।
একলা দুঃখে অশ্রু ক্ষরণ
একলা সুখে উল্লাস করন।
একলা মনের সরু পথে
একলা চলি জোস্ন্যারাতে।
একলা গলায় সুর চড়িয়ে
একলা হাওয়ায় যাই হারিয়ে।
একলা আমার জমিদারি
একলা যত বাড়াবাড়ি।
একলা একলা কথা বলি
একলা কারে প্রশ্ন করি?
একলা কেন হাজার ভিড়ে?
একলা কেন যন্ত্রণাতে?
একলা এলাম একলা যাবো
ছিলাম কোথায়, কোথায় যাবো?
কোন ঠিকানায় একলা রবো?
আর কতটা একলা হবো ?
তুমিও কি একলা এমন
আমার মত যখন তখন?