এখন কেটে গিয়ে রক্ত ক্ষরণ হলে আর কষ্ট পাই না।
সামান্য একটু আধটু রক্ত ঝরে গেলে
হৃদপিণ্ড ঠিক পুষিয়ে নেয়।
রোদেলা আকাশ ভেঙে হঠাৎ বৃষ্টি ঝরলে খুশি মনে ভিজে যাই।
দৌড়ে পালাই না,
ঠাঁই খুঁজি না কোনো বাড়ির কার্নিশ এর তলে ।

প্রিয় জনের কথার আঘাতে রক্তাক্ত হয়ে
হাসিমুখে ফিরে আসি নিঃসংকোচে টু শব্দটিও না করে।
কেউ বুকে টেনে নিলে খুশি হই
তবে ছেড়ে গেলে দুঃখ পাই না, ধরে নেই এটাই নিয়তি।
কেউ কথা না রাখলে আহত হই না
কেউ অকৃতজ্ঞ হলেও আশ্চর্য হই না
চিৎকার চেঁচামেচি করি না
অকারণে ভুল বুঝলে ভুল ভাঙাতে চেষ্টা করি না  ।

এখন কোলাহল ভালো লাগে না
একা থাকলেও এখন আর একলা লাগে না
এখন স্মৃতিরা আগের মতো দহন করে না
ভেঙে যাওয়া স্বপ্নের জন্য এক রতি মন খারাপ লাগে না
ফেলে আশা পথের পানে বার বার ফিরে চাই না।

কেউ মিথ্যা বললে জেনে শুনে চুপ থাকি
তর্কে করে জিততে ইচ্ছে করে না
হেরে যেতে ভয় পাই না  
নিদ্রা ভুলে এপাশ ওপাশ করি না  
প্রত্যাশা করি না, পথ চেয়ে বসে থাকি না, অপেক্ষায় অস্থির হই না।

এখন হারিয়ে বাঁচতে শিখেছি তাই মিনতি করি না পায়ে পড়ি না
যেতে চাইলে পথ আগলে ধরি না
করো চলে যাওয়ার পথে অপলক চেয়ে রই না
কারো খুশি বেজার নিয়ে ভাবি না
আর কোনো সাফল্য খুঁজি না , সঞ্চয় চাই না
এখন শুধু প্রশান্তি খুঁজি নিজের মাঝে,বাঁচতে চাই নিজের মতো করে
এখন আমি অন্য মানুষ।