দারিদ্র্য! তুমি কৈশোর না পেরুতেই
কেড়ে নিয়েছ জীবনের বেবাক স্বাধীনতা।
দু পায়ে পড়ায়েছ অদৃশ্য শৃঙ্খল,
জেনেছি অর্থ হীনতায় কি নিদারুণ দৈন্যতা।    

যখন শ্রেষ্ঠ সময় ছিল প্রানভরে বাঁচবার,
তখন তোমার অভিশাপে ছুটেছি দেশ হতে দেশান্তর।
মেঘে ভিজে রোদে পুড়ে এই দেহ করেছি ক্ষয়,
তবুও মুক্তি মেলেনি, হয়েছে তোমার বিজয়।  

তুমি বুঝিয়েছ ক্ষুধার পীড়ন,
কেড়ে নিয়েছ যত আশা।
ছিনিয়ে নিয়েছ অস্ফুট প্রেম,
কিশোরের অব্যক্ত ভালোবাসা।

আগন্তুক হয়ে এসেছিলে তুমি,
ফিরে যেতে গেছ ভুলে।
দোহাই লাগে! এবার মুক্তি দাও,
তোমার শৃঙ্খল নাও তুলে।

এবার আমায় বাঁচতে দাও মাথা উঁচু করে,
যতকাল বেঁচে থাকি আমি এই ধরণীর পরে।
যতই আগলে ধরো পথ ছাড়ব না কভূ হাল,
দেখবোই স্বপন আসবে জীবনে দীপ্ত এক সকাল।