দূরত্বে চাঁদ সুন্দর
সূর্য ছড়ায় আলো,
দূরত্বে বন্ধন অটুট  
সব সম্পর্ক ভালো।

দূরত্বে প্রণয় গভীর
বিরহ লাগে মধুর ,
দূরত্বে পরান পুড়ে
বেদনা হয় বিধুর।

দূরত্বে কুয়াশা ছড়ায়
প্রেমিকের আবছা মুখ ,
দূরত্বে স্মৃতিরা ভাসে
বিপন্ন মনের সুখ।

দূরত্বে একাকীত্ব ঘিরে
অন্তর জ্বলে ছাই ,
দূরত্বে ভালোবাসা কাঁদে  
মিলনের সুখ নাই।