যদি কান্না এসে নেয় ভাসিয়ে
যাও ভেসে তার স্রোতে
নিয়ে যাবেই সেই মোহনায়
যেথায় সুখে রা হাসে ।

আজ যা তোমায় দুঃখ দিলো
দেখবে তুমি কাল
দুঃখ সেতো ছিলো না
ছিল জীবনের প্যাচাল।

জীবন যা দেয় গ্রহণ করো  
দুঃখ কিবা সুখ  
যতই আসুক ঘন আঁধার
দেখবেই আলোর মুখ।

হতাশা যদি ডুবিয়ে দেয়
আশার তরী খানি
হাল ছেড়ো না শক্ত হাতে
পাল টা ধরো টানি।

সুখ-দুখের অশেষ খেলা
চলবেই জীবন ভর
জীবন পথে সামনে বাড়ো
রেখো না মনে ডর।

কেউ যদি যায় ছেড়ে তোমায়
ডেকো না তারে পিছু
বাঁচতে গেলে শক্ত থাকো
করোনা মাথা নিচু।

দোষ দিও না জীবনে কারে
নিজের বিফলতায়
জীবন তোমার তোমারই দায়
সকল সফলতায়।