এ কবিতায় কোনো শেষ পঙক্তি নেই
নেই কোনো প্রাচীর,বাঁধ,সীমানা,
নেই কোনো শুভপরিণয় কোনো প্রসন্নতা।
যেন অবিরাম বহমান অনাদিকাল যাত্রা
এ যে দুঃখের কবিতা।
এ কবিতা চলছে সময়ের রশি বেয়ে
কালের সোপান ধরে।
শিকড়ে শিকড়ে প্রতি পাতায়
প্রতি আত্মায় প্রতি কায়ায়
বিরহে মায়ায় ললাটের পরে ।

তোমার আমার হাত ধরে
পৌঁছে দিয়ে আসে সীমানার শেষে।
আবার খুঁজে নেয় নতুন কোনো সাথীরে
পৌঁছে দিতে একই গন্তব্যে থেকে পাশে।
জীবনের প্রতি বাঁকে
বয়োবৃদ্ধির তালে তালে উত্তরাধিকারে
তার প্রবাহ অব্যাহত অবিচল ।
কবি বদলায় কলম বদলায়
চলে রচনা বিরামহীন থাকে অবিকল।

কখনও কোনো কবি লিখে না তার উপসংহার।
অক্টোপাসের মতো ঘিরে থাকে
জীবনের প্রতি কাল প্রতি সংসার।
কখনও আসেনা সুদিন
এ কবিতা ছেড়ে যায় না মুছে যায় না
একই ছন্দ তুলে প্রতিদিন।

ভিন্ন রঙে ভিন্ন রূপে তার আবির্ভাব
লয়ে দুঃখের চিরন্তন বারতা।
আমাদের বুঝি আর নিষ্কৃতি নেই, রেহাই নেই
এ কোন দুঃখের কবিতা?