যদি আরো একটু দুঃখ দিতে চাও তবে দিয়ে যাও
ভরা দীঘিতে আর দু ফোটা অশ্রু যোগ হলে কি ক্ষতি।
এখানে জোছনার আলোয়
ভাঙা চালা বেয়ে সাদা সফেদ দুঃখ গলে
বেয়ে নামে বালিশের খোলে।
দুঃখ এসে ডাকে সকালের চৌকাঠে
আঙিনায় ঝরা পাতার সাথে ধূলায় লুটোপুটি খায়
পুকুর জলে কলসি ভরার শব্দে দুঃখরা ফুঁপিয়ে কাঁদে।
এখানে মাটির চুলার তাপে দুঃখের বরফ গলে আঁখির কোণে
কয়লার উজ্জ্বল শিখায় দুঃখেরা পোড়ে
সিদ্ধ ধানের ভাপে উড়ে উড়ে যায়
ঢেঁকিতে ধান বানার শব্দ হয়ে ভেসে যায়
এ বাড়ি ও বাড়ি একটু শান্তির আশায় ।
বয়ে চলা কলকলে গাঙে
এঁটো থালা বাসন মাজা জলের সাথে
দুঃখরা ধুয়ে যায় ভাটির স্রোতে।
তবুও দুঃখ শেষ হয় না আবার জমা হয় পরদিন ।
দুঃখ দিতে চাও তাহলে আরো একটু দুঃখ দিয়ে যাও।
দূর পাড়া গাঁয়ের এক অবুঝ কিশোরীর আপনজন ছাড়ার দুঃখ
জীবনের চঞ্চলতা হারিয়ে দাসী হবার দুঃখ
প্রিয় সখিদের সঙ্গ ছাড়ার দুঃখ
রঙিন স্বপ্ন ডোবার দুঃখ
স্বামী শাশুড়ির নিত্য নির্যাতনের দুঃখ
যৌতুকের দাবি মেটাতে না পাড়ার দুঃখ
জীবনের বেদনাসিক্ত গলিতে একলা চলার দুঃখ।
এতো দুঃখের সাথে সন্ধি যার দিবানিশি
তার জীবনে আর একটু দুঃখ যোগ হলে কি ক্ষতি?