তোমারে যে কথা কইতে
আমার দ্বিধা হয়।
কবিতার কালো অক্ষরে অক্ষরে
সেকথা লেখা রয়।

আমি কথা কই তোমার সাথে
কলমের আঁচড়ে
চুপি চুপি
নিঃশব্দে
ভারী নিঃশ্বাসে, চাপা ক্রন্দনে।

নীল বেদনায়  
উথলি উঠে বুক  
হৃদয় চুরমার হয়
প্রতি স্পন্দনে স্পন্দনে।