এসো জীবনের আলো দেখি
আঁধার ঠেলে পিছে,
হয়তো আর পাবে না সময়
অভিমান নয় মিছে ।

যে ভালোবাসা তোমার তরে  
হৃদয় গহিনে হারা,
তুমি আজ তুলে নাও তারে
রেখে নয়নে নয়ন তারা।

এসো দোলনায় বসি পাশাপাশি
দোলায় দুলিয়ে পা,
জোড়া ঠোঁটের চুমুকে ফুরাই    
গরম এক পেয়ালা চা।

চলো আজ সুখ মাখি প্রাণে
ছিঁড়ে ফেলে ধূমজাল,
দেখো ছড়ানো সোনালী রোদ্দুর  
হয়তো পাবে না কাল।  

হাতে হাত চলি পায়ে পায়ে
শিশির ভেজা আঙিনায় ,
হাসিতে খুশিতে বাকি ক' দিন
কেটে যাক দু' জনায়।