দীর্ঘ মৌনতা ভেঙে হঠাৎ একদিন বলেছিলে
তুমি আসবে
আমি সর্বান্তকরণে বিশ্বাস করেছিলাম
অপেক্ষায় অশান্ত অস্থির রাত কেটেছে
সারারাত দুচোখের পাতা এক করতে পারিনি অজানা ব্যাকুলতায় ।
ভোরের আলো ফুটবার অপেক্ষায়।
এ যেন জীবনে নতুন প্রভাতের প্রত্যাশায় জেগে থাকা
কত শত মুহূর্তের স্বপ্নিল ছবি আঁকা।
আমার আয়োজনের কোনো কমতি ছিলোনা,
আমি একপা দু পা নয়
শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে গিয়েছিলাম
তোমাকে বরণ করতে।
ঘর্মাক্ত,তৃষ্ণার্ত, অপেক্ষায় ক্লান্ত
ভীত কম্পিত তোমার ফোনের আশায়।
বেলা বাড়ছে তার সাথে আমার উৎকণ্ঠা
তুমি কোনো খবর দাওনি।
বারং বার চেষ্টায় যখন তোমাকে ফোনে পেলাম,
ওপার থেকে তুমি শান্ত কণ্ঠে জানালে
তুমি বন্দিনী!
তুমি আসছোনা!
তুমি নতুন পথের যাত্রী।
এ প্রান্তে আমি স্তব্ধ বাক রুদ্ধ হয়ে থাকলাম খানিক ক্ষণ
তারপর কিছুটা সংযত হয়ে সাবলীল কণ্ঠে
তোমার নতুন সফরে শুভ কামনা জানিয়ে রিসিভার রাখলাম।
মুহূর্তেই আমার পুরো পৃথিবী অন্ধকার হলো
স্বপ্নের ফানুস উড়ে গেলো দূর মেঘের আড়ালে।
বৃষ্টির ফোটা অশ্রু হয়ে গড়িয়ে পড়লো গাল বেয়ে
অসহায়ত্ব নিয়ে আমি অঝোরে কাঁদলাম।
দিগন্তে চোখ রাখলাম আর ভাবলাম
হায় ! এ বৈরী সময় বুঝি আমার নয়....
নির্বোধ আমি বুঝিনি তখন
তোমাকে বরণ করতে
আমার আরো অনেক প্রস্তুতি আরো বেশি আয়োজন ছিল প্রয়োজন।