তোমাকে এক নজর দেখবার আশায়
অস্থির অপেক্ষায় কাটতো সারাদিন।
শুধু এক পলক দেখলেই
মনের সুখে পুরোটা দিন হয়ে যেতো রঙিন।
দেখা না পেলে যন্ত্রনায় ছটফট করতো অশান্ত এ মন
বিরহ ভারে স্থবির উদাসী সময় কাটতো সারাক্ষণ।
সেই আমি আজ
এতো টা কাল ধরে দেখি না তোমাকে
তোমার মুচকি হাসি, তোমার ডাগর চোখে রহস্যময় চাহনি,
দেখি না তোমার কাঁধ বেয়ে নেমে যাওয়া
ঝর্ণার মতো দীঘল কালো চুলের ঢেউ।
অনুভব করি না তোমার অঙ্গের মোহাবিষ্ট সুবাস।
তারপরও আমি হাসি,আমি বাঁচি
জীবনের পথ চলি ভাবলেশহীন
কষ্টরা চাপা পরে থাকে স্মৃতির ভাঁজে
বাজায় না দুঃখের করুণ বীণ।
কি করে পারলাম আমি এতো নিকৃষ্ট নিষ্ঠুর হতে!
কি করে পারলাম এতো প্রেম ভুলে যেতে !
আমাতে বোধ হয় আর কোনো ভালোবাসা অবশিষ্ট নাই।
হৃদয় গহীনে এতো বদল বুঝি তাই!
নাকি একটু একটু করে জীবনের প্রতি বর্ষায় বসন্তে
প্রণয়ের সব রং ধুয়ে মুছে গেছে আমার ই অজান্তে।