ছেষট্টি মিলিয়ন বছরেরও বেশি সময় আগে
ঠিক এইখানে দাপিয়ে বেরিয়েছে ডাইনোসরের দল ।
পরিপাটি সাজানো গোছানো এই ফুল বাগানটাতেই
ছুটাছুটি করত ,আহারের সন্ধানে করতো দখল।
তুমুল লড়াই হতো আধিপত্য বিস্তারের নেশায়।
তাদের পায়ের চিহ্ন হয়তো আজও রয়েছে
ফসিলে মোড়ানো কিংবা আঁকা প্রস্তর শিলায়।  

সময়ের পরিক্রমায় হয়েছে অনেক বদল।
আজ এই এখানে সবুজ পত্রে আচ্ছাদিত বাগানে
ফুটেছে রং বেরং এর সুবাসী ফুল।
পাতার ফাঁকে ফাঁকে ফুলের তলে কিলবিল করছে
দেখো বিষাক্ত সর্প আর বিচ্ছুর দল।
ছোবলে ছোবলে বিষিয়ে তুলছে সমাজের চারিপাশ।
এই বাগানে না এলে অজানা ই রয়ে যেত
এখানে এতো বিষের ছড়াছড়ি এত প্রতিবাদ ।