দুর্বল দেহ আঁকড়ে ধরে থাকা বিপন্ন প্রাণ
জীবনের চাহিদা যেখানে হয়ে গেছে ম্লান।
দাঁড়িয়ে আজ আয়ু রেখার শেষ সীমান্তে
হৃদয় শূন্য চাওয়া পাওয়ার শেষ প্রান্তে।
তবু আরো বহুকাল বেঁচে থাকবার আশা
নির্মিলিত আঁখির পাতায় কত স্বপ্ন ঠাসা।
ফিরে দেখি ফেলে আসা সোনালী সে পথ
এই তো সেদিনও ছিল মুষ্ঠি বদ্ধ দৃঢ় শপথ।
কোথায় হারালো রূপ শোভা, হলো মলিন কায়া
মনের ক্যানভাসে ভাসে ধুলো মাখা স্মৃতির মায়া।
দৃষ্টি ক্ষীণ ভারী লেন্সের চশমা ঢাকা চোখে
মেরুদণ্ড নুয়ে পড়েছে সময়ের কাটা থাকেনি রুখে
চামড়ার ভাঁজে ভাঁজে জীবন যুদ্ধের নিশানা
হিসাব আজও মিলে না কি পেলাম কি পেলাম না।
আজ প্রতিবাদের ভাষা নরম দুর্বল দৃঢ়তাহীন
সময়ের থাবা বুঝি কেড়ে নিলো নব যৌবন রঙ্গিন
চলার সাথিরা অনেকেই নেই আজ ধরায়
সুখ আয়োজন কেন এতো সহসা অতীতে হারায়
কথায় ও কর্মে কত হৃদয় করেছি ক্ষত বিক্ষত
অস্ত বেলায় কাঁদি অনুশোচনায় কি হতো একটু হলে নত।