জীবনের অনেকখানি পথ তো পাড়ি দিলে
তাদের কথা মতো,
বন্দি থাকলে অধিকার ভুলে খাঁচার পাখির মতো।
তারা তোমার মতামতের মূল্য কি কিছু দিলো ?
স্বাধীনতা আর সম্মান কিছু কি পেলে?
পরিবর্তন আদৌ কিছু কি  হলো?
যদি না হয়
আর যে টুকু জীবন বাকি
নাও তার সবটুকু  মুঠোয় ভরে
বাঁচো এবার নিজের মতো করে
নিজের ইচ্ছায়
নিঃশ্বাস নাও সমস্ত বুক ভরে।

তারা তোমাকে এগুতে দেবে না কোনোদিন ,
কখনোই হবে না খুশি গাইবে না গুন গান,
তবে কেন বৃথা খেটে মরছো বিলিয়ে মন প্রাণ।  

খুলে দাও খোঁপা
উড়িয়ে দাও কেশ,
ডানা মেলো পাখির মতো
খুঁজো স্বপনের দেশ।

হে নারী
তুমি কত পিষ্ট হবে পুরুষ শাসিত এ নিষ্ঠুর  যাঁতা কলে?
যেখানে সম্মান নেই, স্বাধীনতা নেই , শুধু নিষ্পেষণ ছলে বলে।

বেরিয়ে এসো আলো ভরা ময়দানে
খুলে ছিঁড়ে যত  শৃঙ্খল পাশ,
ছুড়ে ফেলো যতো মিথ্যা বন্ধন
যেখানে সম্মান ও ভালোবাসার নেই বাস।