তুমি কি তাহাকে  ভালোবাসো?
- নাহ...

কি নির্লিপ্ত নিরুত্তাপ
জবাব তোমার,  
"ছিলো না প্রেম কভু
তাঁহার ও আমার।"

নিজের সঙ্গে করিয়াছ
নিজেই বেইমানি,
পৃথিবী না জানুক সত্য
আমি তো জানি।