ভবিষ্যৎ না জেনেও দিবা নিশি উৎকণ্ঠায় থাকি,
প্রতিহিংসা ভুলি না আমি বুকে যত্নে পুষে রাখি।
তাকদীরে যা হবে তা জেনেও সব বদলাতে চাই,
ধর্ম কর্ম সবই করি দিল-এ কেয়ামতের ভয় নাই।

জেনে শুনে ভেজাল মিশাই ভেজালর সওদাগর,
ক্রেতা হয়ে  খুঁজতে খাঁটি আমার হয় না নড়চড়।
আমানতের খেয়ানত আমি করি হর হামেশা,
ওয়াদা র বার খিলাফ করা এটা আমার নেশা।  

আমি চির অমর নই জেনেও স্বপ্ন বুনে যাই ,
গীবদে হিংসায় অহংকারে শত্রুতা বাড়াই।
নিজের দোষ শুধ্‌রাই না অন্যের ত্রুটি খুঁজি,
আমি নিত্য অবুঝ থাকি অথচ সবকিছুই বুঝি ।

পথের শেষ জানা নেই কিন্তু সমুখের পানে চলি।
মিথ্যা বলা মহাপাপ তবুও সদা-ই  মিথ্যা বলি।
নিজের ভালোর খোঁজ রাখি না করি খবরদারি,
মানুষের সুখ দেখলে আমি হিংসায় জ্বলে মরি ।

পরকে আপন করতে গিয়ে নিজের আপন হারাই,
অন্যের খুশির তোয়াক্কা করে নিজের দুঃখ বাড়াই।
হারতে চাই না, ছাড়তে চাই না, শুধুই জিততে চাই।
অনেক অর্থ ,আরো প্রাচুর্য সুখ্যাতির খোঁজে ধাঁই  ।

সহসা ভাবিনা মরণ কি আমায় সব জিতিয়ে দিবে?
হেরে যাবো নিশ্চিত যেদিন সর্বস্ব কেড়ে নিবে।
মুছে যাবো এমনি যেন ছিলাম না কোনো কালে ।
আত্মোপলব্ধি নাই এখনও হবে আর কোন কালে?