তুমি মরে গেলে
আমি বিলাপ করে শান্তনা নিতাম
ধীরে ধীরে ভুলে যেতাম।
এখন কি করে ভুলি বল?
এখনো যে দুজন বেঁচে আছি এক আকাশের নিচে
ভিন্ন ভিন্ন ছাদের আচ্ছাদনে।
পৃথিবীর আলো আঁধারে ঢাকা অদৃশ্য আবরণে।
এক বৃষ্টির জলে ভিজে পা
একই রোদে পুড়ে যায় গা।
তবুও আমরা আজ কেউ কারো না।
তোমার বাগানে পাতা ভরা বৃক্ষের শান্ত শীতল ছায়া
পাখিদের কিচির মিচির বৈকালির মায়া
বুনো কাঠবেড়ালীর চকিত চাহনি লুকোচুরি খেলা
কোমল পেলব দূর্বার চাদর বাহারি ফুলের মেলা।
আমার বাগানে খা খা রোদ্দুর শ্রীহীন ভাঙা বেড়া
প্রতিদিন চলে এখানে সাপ নেউলের খেলা।
একবার এসো,দেখে যাও
আমি কি নিয়ে বাঁচি আমার আপনাতেই,
তখন বুঝবে
আসলে তুমি ছাড়া
আমি একটুও ভালো নেই।