আমি তোমার শক্তি ছিলাম সাহস ছিলাম
সকল আগ্রহের ঠিক কেন্দ্রবিন্দু ছিলাম
তোমার অসীম ভালোবাসার আধার ছিলাম
আমি তোমার বন্ধু ছিলাম।
কত শত আবদার আকুতি চাওয়া পূরণে
আলাদিনের এক চেরাগ ছিলাম
ভয় পাওয়া এক আঁধার রাতে ভূত তাড়ানোর সঙ্গী ছিলাম
উঁচু ডাল থেকে আম পাড়ার শক্ত এক মই ছিলাম
পুকুরে সাঁতার কাটার নির্ভরযোগ্য এক ভেলা ছিলাম
তোমার হাজার প্রশ্নের উত্তর জানা
জীবন্ত এক অভিধান ছিলাম
তোমার অক্লান্ত এক প্রহরী ছিলাম
এনে দিতাম সকল কিছু শর্ত বিহীন
নিজের শখ ভুলেই ছিলাম
তোমার খুশির চেয়ে দামি ছিলোনা কিছুই আমার কাছে
দিন পেরিয়ে বছর গেলো ধীরে ধীরে দূরে গেলে
আমি তো সেই আগের মতোই বদল অনেক তোমার হলো।
এখন তোমার শক্তি সাহস আমার চেয়ে অনেক বেশি
আমি কি কাজে আর আসি বলো।
আমার এখন দৃষ্টি ক্ষীণ, শক্তি সাহস পালিয়ে গেছে
যেমন গেছ তুমি দূরে।
এখন কি সব গেছ ভুলে
বলেছিলে আমায় ছাড়া পারবে না তুমি থাকতে দূরে।
মনে কাঁদলে ফিরে এসো
হাত বাড়িয়ে বুকে নেবো কপালেতে চুমু দেবো
যেমন দিতাম ছোট্ট বেলায়।