আমি মানব শিশু।
কোনো এক মানবীর জঠরে উঠেছি বেড়ে
কোনো এক মায়ের স্তন্য করেছি পান
আমি এক মানব সন্তান।
আমি সৃষ্টির সেরা
আমি শৌর্য বীর্য ভরা
আমি শক্তিশালী পুরুষ।
সেই আমিই!!
আমার সন্তানসম
দুর্বল নারী শিশুর প্রতি লোলুপ
আমি পুরুষ জাতির কলঙ্ক
আমি এক পিচাশ এক ধর্ষক !!
ছি ছি !!!আমি এতটা নিচ!!
আমি নালায় ভেসে থাকা নর্দমার কোনো কীট,
নাকি কোনো হিংস্র জানোয়ার
যার নেই কোনো অনুভব দয়া মায়া জ্ঞান হিতাহিত।
তোমরা কি বলতে পারো আমি কে ?
হয়তো পশু ছিলাম কোন কালে
ছিলাম লুকিয়ে গুহার অন্তরালে
বেড়িয়েছি দু পায়ে হেটে।
আমার মগজে মননে হয়নি একটুও বদল
লাগেনি সভ্যতার বাতাস,
আসেনি শিক্ষার আলো হৃদয়ের আশপাশ।
আমি এখনো পশু, এক মানব পশু
এই আধুনিক লেবাসে ঢাকা
খোলসের আড়ালে আমি নেড়ি কুকুর
ধর্ষনাতঙ্ক ছড়াই,
আমি মানবতার বিপর্যয় ,আমি সুস্থ সমাজের ত্রাস
আমি মানব পশু, আমার ভিতরে এক ঘৃণ্য পশুর বাস।