বেড়িয়েছি এক কাপড়ে
মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞা দাঁতে দাঁত চেপে।
নয়নে অশ্রু টলমল, রক্তে প্রতিশোধের হিল্লোল
একদিন ছিনিয়ে আনবো সুদিন,
আগ্নেয়গিরির লাভা থেকে
দাবানলের ভস্ম থেকে
মহা প্রলয়ের ধ্বংস থেকে।
ফেলবো তোমার পায়ের কাছে।
মাগো আবার দেখা হবে কোনো সোনালী প্রভাতে
তুমি বেঁচে থাকো এই দুঃসহ সংগ্রামে
এই অমানুষদের মেলায়
অপ্রত্যাশিত অবহেলায়
পৈশাচিক অবমাননায় ।

আমি আসবো নিশ্চয়ই,
তোমার সব অবহেলার দাঁতভাঙ্গা জবাব দিতে
আসবো জয়ী হয়ে বীরের বেশে।
ফিরিয়ে দেব স্খলিত হাসি,
ফিরিয়ে দেব যা হারালো
দুঃসময়ের করাল গ্রাসে
সুদে আসলে অনেক গুণ বেশি।
তোমার আঁচলে বাধা কষ্ট গুলো
অনেক চড়া দামে নিলামে করবো বিক্রি।
প্রতি ফোঁটা অশ্রুর দামে কিনে দেব
এক একটা ভরা দীঘি ।

তুমি বেঁচে থাকো .....
আর আগলে রাখো এই সংসার
নিষ্ঠুর ভাঙ্গনের দিনে।
আর একটু অপেক্ষা করো
বিশ্বাস রেখো আমি আসবো মা
আমি আসবো ই এক বিজয়ের দিনে ।