এখন আমার দুঃসময়
যতো পারো ছোটো করো
যতো পারো অপমান অবহেলা করো
কিছুই বলতে নয়
দাঁতে দাঁত চেপে দুঃসময়ে সব সয়ে নিতে হয়।
সময় হলে তোমাদের সব ঋণ
করায় গন্ডায় শোধ করে দিবো।
আমার ইচ্ছায় অনিচ্ছায় যা যা দিয়েছো
ভালোবাসা ঘৃণা ঈর্ষা অপমান
সব,সব শোধ করে দিবো।
দাবানলে পোড়া ক্যাঙ্গারু শাবকের মতো
থরথর করে কেঁপেছি মৃত্যু উপত্যকায়
একটু আশ্রয়ের সন্ধানে।
তুমি বিষবাস্পের ফুৎকারে
আরো প্রজ্বলিত করেছো অগ্নিশিখা
বিশ্বাস ভেঙেছো , আশ্রয় নষ্ট করেছো
আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চেয়েছো।
আমি বুঝেও বোকা থেকেছি
এক দিন ফেরত দিবো বলে।
আর সে দিন ফেরত চাইব
আমার মর্যাদা,আমার সম্মান
আমার বেঁচে থাকার অধিকার
আমার বিশ্বাস ভালোবাসার প্রতিদান।
বেদনার কালিতে মুছে যাওয়া
সোনালী দিন গুলির হিসাব
ফেরত চাইবো আমার অপমানের
অবজ্ঞার প্রতিটি শব্দের ব্যাখ্যা।
ফেরত চাইবো সেই পথের ধূলা
যে পথ ভিজে গেলো অশ্রু দানায়।
এখন আমার দুঃসময়
কথা দিচ্ছি
সময় হলে তোমাদের সব ফেরত দিবো
অনেক গুন বেশি, চক্রবৃদ্ধি হারে ফেরত দিবো
নিতে না চাইলেও জোর করে দিবো
তবুও ফেরত দিবো-ই ।