এখন আমার ষোলআনা ই দোষ
পরতে পরতে ত্রুটি,
ভাঁজে ভাঁজে বিচ্যুতি,
বাঁকে বাঁকে খুঁজো খুঁত,
বিন্দুতে বৃত্তে আমার সবই গলদ।
এখন আমার ষোলআনা ই দোষ
উঠতে বসতে দোষ,
চলনে বচনে দোষ,
চেহারায় চাহনিতে দোষ,
অস্থিতে মজ্জায় সর্বাঙ্গে দোষ।
আগাগোড়া জুড়ে আমার
দোষের ছড়াছড়ি,
বহে না কিছুই আগের মত
বলতো কি করি।
তোমাদের চোখে আমি
আর বেকসুর নই,
চিরকাল কেমনে বলো
মহাপুরুষ রই?
আমি ছিলাম জনের জান
তোমাদের নিশিদিন,
ছিলে কি তোমরা তখন
দৃষ্টিশক্তি হীন?