কখনো ভুল করে মনে পড়লে
আমাকে ডেকো।
মনের কথা বলার জন্য ছটফট করতে থাকলে
আমাকে ডেকো।
অন্তরে জমানো ক্ষোভ ঝেড়ে ফেলতে,
আমাকে এখনো প্রচণ্ড ঘৃণা করো
একথা চিৎকার করে বলতে
আমাকে ডেকো।

কোনো আমোদ আয়োজনে নয়,
বৈশাখী মেলা কিংবা নবান্নের উৎসবে নয়,
কোনো এক আলো হারা সূর্যগ্রহণের দিনে
প্রলয়ংকরী ঝড়ের আগ্রাসনে
না হয় একাকী প্রখর ক্লান্ত দুপুরে
আমাকে ডেকো।
কথা দিচ্ছি, কোনো প্রস্তুতি ছাড়াই কালক্ষেপন না করে
আমি ছুটে আসব।

জানি আমি আর তোমার প্রিয় নই এখন
তোমায় দেবার মতো কিছুই নেই আমার।
তবুও তোমার দেখা পেলে,
তোমার মন খারাপ মুছে দিতে
বিছিয়ে দেব পৃথিবীর সব শান্তনার চাদর
মৃদু হাসিতে খুলেদেৱ অনুশোচনার দার
বলে উঠবো ,"ভয় পেও না তোমার কিচ্ছু হবে না "

কোনো কথা বলতে ইচ্ছে না হলেও
আমাকে ডেকো।
তোমাকে না হয় প্রানভরে দেখব।
তোমাকে দেখার বাসনা আজো এ অন্তরে দাউ দাউ করে জ্বলছে।
তোমাকে দেখে দেখে
তৃষিত নয়ন ভেজাবো ভালোবাসার অশ্রু বানে
বিদায়ের ক্ষনে বলবো - " আমি এখনো তোমাকে ভালোবাসি,
তুমি আজীবন ভালো থেকো।"
হঠাৎ কখনো মনে পড়লে-
তুমি আমাকে ডেকো।