জীবন সবই নেয় কেড়ে
ধীরে ধীরে চুপিসারে
যেন সব বুঝে সয়ে খুঁজে লই সুখ।

ফোটা ফোটা জলকণা
আলতো করে দেয় হানা
এঁকে যায় আলপনা
কালের আঘাতে শিলা বিদীর্ণ তার বুক।