আজ যা কিছু সম্বল
নিশ্চিত জেনে রেখো
একদিন এর সব তোমাদের হবে।
এই খোলা আঙিনা,সবুজ মাঠ
দিগন্ত বিস্তৃত আকাশ, শানবাঁধানো ঘাট
টলটলে দীঘি,শাপলা শালুক
জোনাকির আলো আর রাতের ডাহুক ,
এক দিন এর সব তোমাদের হবে।

পেশী নিংড়ানো ঘামে ভেজা যত অর্জন
তাতে নাম নিশানা যাবে মূছে।
সেদিন দলিল হবে সময়ের কাবিনে
তোমাদের হাতে সব দেবো তুলে।
কষ্টে কেটেছে কত রাত,কত ভোর
নাওয়া খাওয়া ভুলেছি শত সহস্র প্রহর।
বিনিময়ে যত প্রাপ্তি রবে পড়ে
জেনে রেখো
একদিন এর সব তোমাদের হবে।

যৌবনের ডাকে বুঝিনি কবে
বেখেয়ালি কৈশোর হলো শেষ ।
সাফল্যের হাতছানি তে ছুটেছি দূর-দূরান্তে
ভুলেছি চিরচেনা প্রতিবেশ।
নিজের অজান্তেই এমনি একদিন
তুলে নেবো সব অধিকার।
সাথে নেব আমার বিবর্ণ স্বপ্নের ঝুলি
যেদিন ধূসর ধুলায় মিশে হব একাকার।