আমি চাই না তোমরা আমার
এলোমেলো অবস্থা দেখো।  
আমার হাবুডুবু খাওয়া দেখো,
হোঁচট খেয়ে আছড়ে পড়ে
আমার ভেঙে যাওয়া দেখো।

চাইনা দেখো আমার
কালি পড়া চোখ, বিষন্ন মুখ ।
আমি চাইনা তোমরা আমার জন্য
উৎকণ্ঠায় থাকো,কষ্ট পাও।
আমার জন্য তোমাদের করুণা হবে
তামাশায় হেসে লুটোপুটি খাবে,
আমি তা চাই না।

আমার এই দুঃখের দিনে
তোমাদের সব আয়োজন ছেড়ে
না হয় একটু আড়ালে ই রইলাম।
আমাকে এভাবে থাকতে দাও,
বিব্রত করতে সামনে এসো না।

সব ঠিক হয়ে যাবে একসময়,
তখন না হয় আবার ফিরবো
তোমাদের ঠিক মাঝখানে।
মাতিয়ে রাখবো আসর
সেই আগের মতো পূর্ণ প্রাণে।