সত্য ভোলা যায়
মিথ্যে ভোলা যায়
তোমায় কভু নয়।
সূর্য ভোলা যায়
চন্দ্রও ভোলা যায়
তুমি কখনো নয়।
আকাশ ভোলা যায়
নক্ষত্র ভোলা যায়
তোমায় কিছুতে নয়।
যন্ত্রণা ভোলা যায়
মন্ত্রণাও ভোলা যায়
তবু তোমায় নয়।
আনন্দ ভোলা যায়
উৎসব ভোলা যায়
তুমি কখনোই নয়!
বৃষ্টি ভোলা যায়
সৃষ্টিও ভোলা যায়
তোমায় ভোলা দায়।
আজ ভোলা যায়
কাল ভোলা যায়
তোমায় ভোলা সম্ভব নয়!