আশ্বিনের নির্লিপ্ততায়
তোমার ভ্রান্ত কথন‚
দৃষ্টির নির্মোহতায় যন্ত্রণার
তরঙ্গকণার রূপ ধারণ
সকলি নিরন্তর আত্মকেন্দ্রিক চিত্রায়নের ফলস্বরুপ!
তোমার অবিশ্বাস্য কালক্ষেপন
আমার ঝংকৃত সেতারের মিষ্টতান‚
স্তব্ধ করে দেয়
- নিমিষেই।
বিমর্ষ চেতনার আল্পনায়
স্বপ্নযাত্রার অগ্রগতির নকশায়
রঙের লেপন অপূর্ণ
-থেকেই যায়।
জীবনযুদ্ধের নিরর্থক ব্যস্ততা
নি:স্ব করে রাখে‚
অবিরত মৃন্ময়ীতে চিন্ময়ীর
আহবানে সাধুর হাজারো মন্ত্রসাধন
ব্যর্থতায় পর্যবসিত হয় মাত্র!
তোমার অন্তর্দৃষ্টি কিংবা তৃতীয় নয়নের
দেখা মিলবে কবে?