যদি চাও দিয়ে দেব সম্পূর্ণ আকাশটাও! 
উড়ে বেড়াবে ইচ্ছেমতো।
মেঘের সাথে লুকোচুরি খেলবে প্রতিটি ক্ষণ।

যদি চাও পৃথিবীর সমস্ত পাখি গাইবে গান;
শুধুই তোমার জন্যে। তোমার জানালা
পাশে বসে সারা দিনমান!

যদি চাও, সমস্ত ফুল জগতের
সাজিয়ে রাখব চরণে তোমার!
মিষ্ট ফুলের সুবাসে ভ'রে রবে ভুবন! 
যেখানেই যাবে ফুলের সুগন্ধে 
মোহিত হবে সারাটি ক্ষণ!

যদি চাও, শুধু রুপোর মালা নয়; 
সোনা বা হীরেও নয়‚
সারা মহাশূন্য তন্ন তন্ন করে আনব খুঁজে
লুকানো সূর্য যত।
একটার সাথে আরেকটা 
দিয়ে গাঁথব মালা; 
পরাব গলে তোমার!

যদি চাও পৃথিবীর সমস্ত রাজপথ
তোমার করে দেব!
ছুটে বেড়াবে সারাটা পথ
নিরুদ্বেগ ।
আকাশে আকাশে রটিয়ে দেব -
" আজ ভয়ানক এক পারমাণবিক বোমার ঘটবে বিস্ফোরণ !
কেউ বেরুবেন না রাস্তায়!
আজ সমস্ত রাজপথ শুধুই আমার প্রিয়ার!"

তুমি চাইবে তো!
...