বহুদিন হলো আকাশ দেখি না!
আকাশে পেঁজা তুলোর মত ভেসে বেড়ানো
মেঘ দেখি না।

নীল আকাশের বিশালতায় নিজেকে হারিয়ে
অকারণে খুঁজে ফিরি না-
অনেকদিন।

আচ্ছা! আকাশটা কি এখনো তেমনি আছে?
এখনো কি ওঠে চাঁদ সন্ধ্যে নামলেই?
তারারা দেয় কি আলো আগের মতোই?
পূর্ণিমা রাতে চাঁদের আলো এখনো কি
ভাসিয়ে দেয় পৃথিবী?

জানি না!
যে আকাশটা একসময় আমার ছিল
সেই আকাশটা এখন শুধুই তোমার।
স্বপ্নডানা মেলে সদাই উড়ে বেড়াও
তুমি সারা আকাশ জুড়ে!

আমার রয়েছে বদ্ধ কারা।
তাইতো
ভালোবেসে তোমায় হই খুন
প্রতিটি বার
প্রতিটি ক্ষণ!