তুমি দয়ালু তুমি মহান
আপনারে অভুক্ত রেখে খাবার
তুমি অন্যরে কর দান;
তুমি সৎ তুমি নীতিবান
সারা পৃথিবী অসৎ হলেও
হারাওনা তুমি সম্মান।
তুমি নির্লোভ তুমি উৎকৃষ্ট
অন্যরা দূর্নীতিগ্রস্থ হলেও
কর না কারো অপকার-
স্ত্রী-শিশু-পরিবার যতই
করুক চিৎকার
থাক তুমি নির্বিকার।
তোমায় দেখে মুগ্ধ
ভঙ্গুর সমাজ
জাতি আর রাষ্ট্র;
প্রশংসায় নিত্য ধৌত তুমি
কিন্তু বোঝেনা কেউ
তোমার কষ্ট।
নিত্য করতে দূর
জগতের অন্ধকার
পথে পথে একা;
জ্বালাবে তুমি রঙিন ঝাড়বাতি
তবু তোমার ঘরটাই
রবে আঁধারে ঢাকা।