তবু যদি সাগরের জলে ধুয়ে নিতে পারতাম
দুঃখের অশ্রু যত! বেদনার সব রঙ মুছে
ফেলতে পারতাম আঙুলের স্পর্শে –
নিবিড়ভাবে কাজে লাগিয়ে
চিন্তনের ভাষা যত।
সুখের নেশা তোমায় আকৃষ্ট করেছে
যতবার, আমাদের স্বপ্নযাত্রার ততটাই
হয়েছে সংক্ষিপ্ত বারবার।
নির্মোহ আচরণে তোমার বিস্মিত হৃদয়
পড়েনি ভেঙে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর
ভোলায়নি পথ; বরং জ্বালিয়েছে আশার
প্রদীপ দৃষ্টি সীমানায়।
ঠেলেছ দূরে যত
হয়েছি আপন তত!
ক্ষণে ক্ষণে আকাশ হতে নেমে আসা
তারার মতো স্বর্ণকথন-
“আর হবে না এমন!”
এখনো নাড়িয়ে যায় আমায়!
আর সন্তর্পণে যদি তোমায় আমিও বলতে পারতাম!
হ্যাঁ তোমায়!
হৃদয়ের সব ব্যথা ভুলে,
ঠিক তোমার মতো করেই আমিও স্বপ্ন সাজাই।
মিছেই!