তোমায় যদি কেড়ে নিই
তোমারি কাছ থেকে
তাহলে কেমন হয়!
তোমার স্বপ্ন থেকে
যদি তোমাকেই দূরে সরিয়ে দিই
তাহলে কেমন হয়!
তোমার চলার পথে
যদি তোমাকেই থামিয়ে দিই
তবে কেমন হয়!
তোমার সুর করা গান
যদি তোমাকেই গাইতে না দিই
তাহলে কেমন হয়!
তোমার সাজানো বিছানায়
যদি অন্য কেউ গিয়ে আশ্রয় নেয়
তবে কেমন হয়!
পৃথিবীর অসীম শুণ্যতায়
যদি তোমায় একা ছেড়ে দেয়া হয়
তাহলে কেমন হয়!