রক্ত চোখে গড়িয়ে পড়া পৃথিবীর হলাহল
পান করে সমুদ্র স্রোত
আকাশের তারা নিভে গেলে নামে আঁধার।


মুখের লাগাম ধরে টেনে শৃঙ্খলিত মানুষ
আর চাতকের মতো বারে বারে
দুটি চোখ মেলে তাকায়  সুদূরে।


শরতে গাঢ় নীল রঙের আকাশে
শান্তির মেঘের ভেলায় ভেসে
মা আসেন সন্তানদের ভালোবেসে।


শত বছরের অনিয়ম বৈষম্য যত
চিন্ময়ীর ত্রিশুলের  আঘাতে এবার নিশ্চয়ই
হবে দূর চিরদিনের মতো ।