হাজার বছর আগে কোন একদিন
স্বপ্ন রঙিন; কপোত-কপোতি নেচে
ওঠে আকাশের সীমানা ছাড়িয়ে, মর্যাদার
ভ্রান্ত কারাগার
দু’পায়ে মাড়িয়ে মাড়িয়ে আশা জাগানিয়া
ভোরের সন্ধানে;
গেয়ে ওঠে গান-
গান সেতো নয়, যেন প্রাণের আহ্বান!
সব সুরের ঝংকারে রাখে মিল,
স্বপ্নিল!
তারপর, কোন এক সন্ধ্যায় মুঠোফোনের
রঙিন নেশায় আপ্লুত চারণভূমি,
অবিরাম পথ চলা পিছে আলেয়ার
“পথ হারিয়েছ কি তুমি?”
ছায়া সুনিবিড় বনভূমি,
- পুড়ে খাক!
দীঘির বুকে গড়িয়ে পড়া এক ফোঁটা
শিশির, বোবা কান্নায় অনুরিত, প্রতিটি ক্ষণ
শঙ্কিত জনম।
শিশিরের যন্ত্রণায়-
দীঘির কিই বা এসে যায়!