কালো কালো পিচঢালা রাস্তায়
কালো কালো মানুষগুলো
গুটি গুটি পায়ে হেঁটে যায়,
স্বর্গের ও পাশে দাঁড়িয়ে
সাদা সাদা মানুষগুলো
হেসে হেসে তাকায় ।
পৃথিবীর যত উঁচু ইমারত
হাসপাতাল অফিস বিশ্ববিদ্যালয়
আর বড় বড় ভবন,
সবকিছুই করেছে তৈরি
কালো মানুষের দল
রক্ত দিয়েছে ঢেলে আমরণ।
কালো সাদা যাঁর সৃষ্টি
সেই যে এক যিনি
তাঁর কাছে কোন বিভেদ নেই,
মানুষ আমরা কথা সাজিয়ে
সাদা কালো বৈষম্য করে
উঁচু নীচু পার্থক্য করি অযথাই।
একই রক্ত সবার গায়ে
বাঁচবে সবাই এক হয়ে
সাম্যের মশাল জ্বেলে,
একে অপরকে ভালোবেসে
থাকবে সবাই হেসে খেলে
এই পৃথিবীর ছায়া তলে ।