রোজ আমি রই
প্রতীক্ষায় তোমার, তীব্র শীত
কিংবা দাবাদহ প্রচুর
পারেনি ভোলাতে
- স্বর্ণপ্রহর!
বৃষ্টির কান্না বা ঝর্ণার জল
তোমার জন্যে
নিত্য অবগাহন
মহুয়া মাদল!
তোমার উঠোনের সজনে ফুল,
ছোট্ট দুটি কানের দুল,
দোলায় অন্তর
- ভরদুপুর!
কুয়াশা রাঙা ভোর
বাতাসে ভেসে বেড়ায়
সুবাস তোমার
সুর মনোহর!
গলায় জড়ানো রুপোর মালা
কমায় কি জ্বালা?
লাজে রাঙানো তোমার অন্তর
নিরন্তর!